তৃতীয় ধাপে নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা ও তাদেরকে সহযোগিতার করায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ ১৯ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়াও এক ইউনিয়নের দলীয় কর্মকাণ্ড ও নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস রোববার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন।
বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী হলেন, নাজিরপুর ইউপির বর্তমান চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আবদুল কুদ্দুস।
বহিষ্কৃত নেতাকর্মীরা হলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রাজু আহমেদ, পোগলা ইউপির বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম, রাসেল মিয়া, রতন মিয়া, মোজাম্মেল আলম খান, শান্তু মিয়া, আবদুল আলী বিশ্বাস, গোলাম হোসেন, শফিকুল ইসলাম, মৃদুল রায় তালুকদার, চান মিয়া দেওয়ানি, রইছ উদ্দিন, আজিজুর রহমান, আফতাব উদ্দিন, হাসান আল মামুন, সুরুজ মিয়া, মীর আইয়ুব নবী ও আবদুর রাজ্জাক।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস বলেন, ‘শনিবার বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে প্রার্থী হওয়া ছাড়াও কিছু নেতাকর্মী ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করছেন। তাদেরকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তাদেরকে রোববার চিঠি দিয়ে জানিয়ে দেয়া হবে।’
তিনি আরও বলেন, ‘ওই বিদ্রোহী প্রার্থীসহ ১৯ নেতাকর্মীকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগে চিঠি পাঠানো হয়েছে। এ ছাড়া নাজিরপুর ইউনিয়নের দলীয় কর্মকাণ্ড ও নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। ইউনিয়নটিতে নতুন করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে।’
নির্বাচন কশিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর কলমাকান্দার আটটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে ৩৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।