বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক জসিম উদ্দিন ও বাজার কমিটির সাধারণ সম্পাদক রাসেল দাঁড়িয়া জানান, সকাল ৮টার দিকে বাজারের মাসুদ শেখের লেপ তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। পরে আগুন ছড়িয়ে পড়ে।
গোপালগঞ্জে তিনটি দুতলা দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।
জেলার সদর উপজেলার বৌলতলী বাজারে রোববার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক জসিম উদ্দিন ও বাজার কমিটির সাধারণ সম্পাদক রাসেল দাঁড়িয়া জানান, সকাল ৮টার দিকে বাজারের মাসুদ শেখের লেপ তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে মেজবা সরদারের চালের আড়ত ও অনিল বিশ্বাসের লাইব্রেরি অ্যান্ড কসমেটিকসের দোকান পুড়ে যায়।
পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।