বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টেকনাফে বিজিবির গুলিতে প্রাণহানি

  •    
  • ১৪ নভেম্বর, ২০২১ ১২:৩৯

টেকনাফ-২ বিজিবির উপঅধিনায়ক ক্যাপ্টেন মাসুদ রানা জানান, রাত ৩টার দিকে ৪ থেকে ৫ জনের একটি দল বাংলাদেশে প্রবেশের সময় তাদের থামার সংকেত দেয় বিজিবির টহল দল। তারা টহল দলের ওপর পাথর নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে বিজিবি দুইটি গুলি ছোড়ে। এরপর তারা পালিয়ে গেলে একটি মরদেহ উদ্ধার করা হয়।

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে একজন নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে ইয়াবা ও দেশীয় অস্ত্র।

টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের মিনা বাজার এলাকায় শনিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি বিজিবি।

টেকনাফ-২ বিজিবির উপঅধিনায়ক ক্যাপ্টেন মাসুদ রানা শনিবার সকালে নিউজবাংলাকে জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান আসতে পারে এমন সংবাদে সীমান্তে টহল জোরদার করে বিজিবি। এরপর রাত ৩টার দিকে ৪ থেকে ৫ জনের একটি দল বাংলাদেশে প্রবেশের সময় তাদের থামার সংকেত দেয়া হয়।

দলটি টহল দলের ওপর পাথর নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে বিজিবি দুইটি গুলি ছোড়ে। এরপর তারা পালিয়ে গেলে একটি মরদেহ উদ্ধার করা হয়। সেখান থেকে ১ লাখ পিস ইয়াবা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করে বিজিবি।

মাসুদ রানা আরও জানান, মরদেহ ময়নায়তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো খবর