বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রশ্ন ফাঁসের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

  •    
  • ১৪ নভেম্বর, ২০২১ ১১:৩৫

শিক্ষামন্ত্রী বলেন, ‘এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। প্রশ্নপত্র ফাঁসের গুজবের সম্ভাবনা আছে। যারা গুজব ছড়াবে ও প্রশ্নপত্র ফাঁস করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

চলমান এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বলেছেন, যারা প্রশ্ন ফাঁসের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা।

রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে রোববার সকালে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। প্রশ্নপত্র ফাঁসের গুজবের সম্ভাবনা আছে। যারা গুজব ছড়াবে ও প্রশ্নপত্র ফাঁস করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

‘একটি চক্র পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুজব রটানোর চেষ্টায় আছে। মাদক দমনের মতো এ গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

স্বাস্থ্যবিধি মানতে কেন্দ্রের বাইরে অযথা ভিড় না করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘অনেক অভিভাবক যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানছেন না। কেন্দ্রের বাইরে অযথা ভিড় করছেন। এটা খুবই দুঃখজনক।’

করোনাভাইরাস সংক্রমণের কারণে নির্ধারিত সময়ের সাড়ে আট মাস পর রোববার থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। শুরুতেই বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞানের পরীক্ষায় বসেছে শিক্ষার্থীরা।

পরীক্ষা হচ্ছে দুই শিফটে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী, রোববার সকাল ১০টায় শুরু হয় পরীক্ষা। শেষ হবে সাড়ে ১১টায়। দ্বিতীয় শিফটে পরীক্ষা শুরু হবে দুপুর ২টায়, শেষ হবে বেলা সাড়ে ৩টায়।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সারা দেশে এসএসসি, দাখিল, ভোকেশনাল পর্যায়ে ২২ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি। কোথাও কোনো অনিয়ম পাওয়া গেলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।'

‘২০২২ সালের এসএসসি মে-জুন’

আগামী বছরের (২০২২ সালের) এসএসসি পরীক্ষা মে-জুন নাগাদ পরীক্ষা নেয়া সম্ভব হবে বলে জানিয়ছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেন, ‘এ বছর করোনার কারণে এসএসসি-এইচএসসি পরীক্ষা নিতে বিলম্ব হয়েছে। আগামী বছর এত বিলম্ব না হলেও যথাসময়ে নেয়া সম্ভব হবে না। বর্তমান করোনা পরিস্থিত স্বাভাবিক আছে।

‘এ অবস্থায় থাকলে আশা করছি, আগামী বছরের এসএসসি পরীক্ষা মে-জুন নাগাদ পরীক্ষা নেয়া সম্ভব হবে। এর আগে নেয়া মনে হয় না সম্ভব হবে। কারণ শিক্ষার্থীদের সিলেবাস সম্পন্ন করার একটি বিষয় আছে।’

কেন্দ্র পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদসহ আরও অনেকে।

এ বিভাগের আরো খবর