পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে হামলায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিহতের অভিযোগ উঠেছে। আহত হয়েছে পাঁচজন।
মঠবাড়িয়া উপজেলার গুলিশাখালী ইউনিয়নে শনিবার সন্ধ্যা ৭টার দিকে হামলার ঘটনা ঘটে।
নিহত রাহাত হাওলাদারের বাড়ি গুলিশাখালী ইউনিয়নে। ডৌয়াতলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাহাত গুলিশাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন।
স্থানীয়রা জানান, রাহাত ও আরেকজন যুবক এলাকার একটি মেয়েকে পছন্দ করতেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। শনিবার সন্ধ্যায় ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে একদল যুবক তাদের ওপর হামলা চালায়। এতে রাহাতসহ ছয়জন আহত হন।
তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ১১টার দিকে চিকিৎসক ছুরিকাহত হয়ে গুরুতর আহত রাহাতকে মৃত ঘোষণা করেন।
আহত বাকি পাঁচজনের মধ্যে তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মো. ইব্রাহীম নিউজবাংলাকে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হবে। নিহতের পরিবার মামলার কথা জানিয়েছে। তারা মামলা করলেই এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।’