বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিশুদের ডায়াবেটিস বাড়ছে

  •    
  • ১৪ নভেম্বর, ২০২১ ০১:০৯

ডায়াবেটিস ও হরমোন বিভাগের অধ্যাপক ফারুক পাঠান বলেন, ‘কয়েক বছর ধরে শিশুদের ডায়াবেটিস বেশি দেখা যাচ্ছে। করোনার মধ্যে এই হার আরও বেড়েছে।’

বাংলাদেশে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। একই সঙ্গে উদ্বেগজনক হারে বাড়ছে ডায়াবেটিস আক্রান্ত শিশুদের সংখ্যাও। দেশে ১ কোটির বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এর মধ্যে ৫ শতাংশই শিশু। এই হার প্রতিনিয়ত আরও বাড়ছে বলে দাবি করেছেন ডায়াবেটিসের চিকিৎসায় নিয়োজিত একাধিক বিশেষজ্ঞ।

তাদের মতে, অতিরিক্ত নগরায়ন, জীবনযাপন ও খাদ্যাভাসে পরিবর্তন, কায়িক পরিশ্রমের অভাব এবং অতিমাত্রায় মোবাইলে আসক্তির কারণে শিশুদের মধ্যে ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বেড়েছে। এটি কমাতে বাচ্চাদের খেলাধুলা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, দৌড়ঝাঁপ ছাড়াও দাঁত ও মুখের যত্ন নেয়ার আহ্বান জানিয়েছেন তারা। এমনকি রোগটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সময়মতো চিকিৎসা নিতেও বলছেন চিকিৎসকরা।

ডায়াবেটিস ও হরমোন বিভাগের অধ্যাপক ফারুক পাঠান বলেন, ‘কয়েক বছর ধরে শিশুদের ডায়াবেটিস বেশি দেখা যাচ্ছে। করোনার মধ্যে এই হার আরও বেড়েছে। আমাদের পর্যবেক্ষণ বলছে, আগের চেয়ে শিশুদের মধ্যে ডায়াবেটিসে আক্রান্তের হার কয়েকগুণ বেড়ে গেছে।’

শিশুদের ডায়াবেটিসের সঠিক পরিসংখ্যান জানতে অনলাইন নিবন্ধনের মতো একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।

তিনি বলেন, ‘টাইপ-২ ডায়াবেটিস রোগীর মধ্যে প্রায় ৫০ শতাংশের কোনো লক্ষণ প্রকাশ পায় না। তারা ডাক্তারের কাছে আসেন ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পাঁচ-ছয় বছর পর। এ দেশের মানুষের আয়ুষ্কাল ৭৩ বছর হলেও ডায়াবেটিস রোগীর আয়ুষ্কাল ৬৩ বছর। শুধু ডায়াবেটিস থাকার কারণেই জীবন থেকে তাদের ১০ বছর ‘নেই’ হয়ে যায়। এই ১০ বছর তারা পরিবার, সমাজ ও দেশকে দিতে পারতেন।’

ডায়াবেটিক সমিতির সভাপতি প্রফেসর ডা. এ কে আজাদ খান বলেন, ‘দেশে ১ কোটি ডায়াবেটিস আক্রান্ত রোগী। এর মধ্যে ৫ শতাংশ শিশু জুভেনাইল বা টাইপ ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত। শিশুদের শরীরে ইনসুলিনের অভাবে এই রোগ দেখা দেয়। ইনসুলিন ছাড়া এসব শিশু বাঁচে না। তবে আক্রান্ত এসব শিশুর বেশির ভাগই সচেতনতার অভাবে ইনসুলিন পাচ্ছে না। আর্থিক সামর্থ্য না থাকার কারণেও অনেক মা-বাবা তাদের সন্তানদের ইনসুলিন দিতে পারছেন না। তবে তাদের জন্য বিনা মূল্যে ইনসুলিন দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার।’

অপ্রতুল চিকিৎসক, ব্যাহত স্বাস্থ্যসেবা

দেশে ১ কোটির বেশি ডায়াবেটিস রোগী থাকলেও তাদের চিকিৎসায় মাত্র ১৫০ জন এন্ডোক্রাইনোলজিস্ট (ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ) রয়েছেন। এ হিসাবে প্রতি ৬৬ হাজার রোগীর সেবায় চিকিৎসক মাত্র একজন। আর মোট জনসংখ্যার হিসাবে প্রতি ১২ লাখ মানুষের জন্য একজন বিশেষজ্ঞ রয়েছেন।

গ্রামেও ডায়াবেটিসের উদ্বেগ

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ডায়াবেটিস ও হরমোন বিভাগের প্রধান ডা. ইন্দ্রজিৎ প্রসাদ বলেন, ‘গ্রামের মানুষের জীবনযাত্রা পরিবর্তন হয়েছে। শহরের মানুষের সঙ্গে তাদের মাঝেও কায়িক পরিশ্রমের হার প্রতিনিয়ত কমছে। আগে প্যাডেলের মাধ্যমে রিকশা-ভ্যান চললেও সেগুলোও এখন অটো হয়েছে। এতে উদ্বেগজনক হারে গ্রামেও সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে।’

২০১৮ সালে দেশের সব উপজেলায় ডায়াবেটিস নিয়ে জরিপ চালিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেখানে দেখা যায়, শহর ও গ্রামের মানুষের মাঝে আক্রান্তের পার্থক্য খুব বেশি নয়। শিক্ষিত কিংবা অল্প শিক্ষিত মানুষের মধ্যেও বড় পার্থক্য দেখা যায়নি। যাদের মধ্যে ধূমপান ও অস্বাভাবিক জীবনযাপন ও শারীরিক পরিশ্রমের হার কম তাদের মাঝে ডায়াবেটিসে ভোগার হার অন্যদের থেকে কিছুটা বেশি।

সরকারের প্রস্তুতি

স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা (এনসিডিসি) জানিয়েছে, ডায়াবেটিসে আক্রান্ত ৫০ ভাগেরই কোনো লক্ষণ থাকে না। বিষয়টিকে গুরুত্ব দিয়ে চল্লিশোর্ধ্ব জনগোষ্ঠীর ডায়াবেটিস পরীক্ষার জন্য দেশের সব সরকারি হাসপাতালে ব্যবস্থা রাখার পরিকল্পনা নিয়েছে সরকার। বর্তমানে ১৩ হাজার কমিউনিটি ক্লিনিকে ডায়াবেটিস মাপার যন্ত্র আছে।

ডায়াবেটিসসহ সব অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডিসি কর্নার স্থাপনেরও উদ্যোগ নেয়া হয়েছে। এরই মধ্যে ১০০টি হাসপাতালে চালু হয়েছে। এ ছাড়া ৮টি মেডিক্যাল কলেজে এন্ডোক্রানোলজি বিভাগ তৈরি হয়েছে।

তবে নিয়মতান্ত্রিক জীবনযাপনের পাশাপাশি সবার জন্য সেবা নিশ্চিত করতে পারলে এটি অনেকটা কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ জন্য দেশের তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছানোর কথা বলছেন তারা। একই সঙ্গে প্রতিটি সরকারি হাসপাতালে ডিজিটাল ডায়াবেটিস ও হরমোন রোগ বিভাগকে আরও শক্তিশালী করার তাগিদ বিশেষজ্ঞদের।

এ বিভাগের আরো খবর