বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টাকার মালা দিয়ে ইউপি সদস্যকে বরণ

  •    
  • ১৩ নভেম্বর, ২০২১ ২১:৫৪

মহিউদ্দিন বলেন, ‘১০, ২০ থেকে শুরু করে ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট মিলিয়ে প্রায় ৬৬ হাজার ৮০৫ টাকা দিয়ে মালা বানিয়ে ভাইয়ের গলায় পরিয়ে দিয়েছি। ভাইয়ের গলায় মালা পরিয়ে আমরা আনন্দ প্রকাশ করেছি।’

কুমিল্লার তিতাস উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক নবনির্বাচিত সদস্যকে টাকার মালা দিয়ে বরণ করে নেয়ার ঘটনা ঘটেছে।

উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নবনির্বাচিত সদস্য এস এম ওসমান খানকে শনিবার বিকেলে আনন্দ মিছিলের পর টাকার মালা দিয়ে বরণ করা হয়। তাকে বরণের নানা ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে আলোচনা-সমালোচনাও শুরু হয়েছে।

নারান্দিয়া ইউনিয়নে ভোট হয় বৃহস্পতিবার। ভোটে ফুটবল প্রতীক নিয়ে এই ইউপির ১ নম্বর ওয়ার্ডে জয়ী হন ওসমান। তার জয় উপলক্ষে শনিবার বিজয় মিছিল করা হয়। পরে তাকে প্রায় ৬৭ হাজার টাকা দিয়ে বানানো মালা পরিয়ে দেয়া হয়।

স্থানীয় বাসিন্দা মাসুদ রানা বলেন, ‘প্রথমবারের মতো ১ নং ওয়ার্ড (দুখিয়ার কান্দি ও নয়াকান্দি) এলাকায় ইউনিয়ন পরিষদের মেম্বার পদে নির্বাচন করে ওসমান ভাই বিপুল ভোটে পাস করেছেন। আমরা তাকে টাকার মালা দিয়ে বরণ করে নিয়েছি।’

পাশে থাকা মহিউদ্দিন বলেন, ‘১০, ২০ থেকে শুরু করে ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট মিলিয়ে প্রায় ৬৬ হাজার ৮০৫ টাকা দিয়ে মালা বানিয়ে ভাইয়ের গলায় পরিয়ে দিয়েছি। ভাইয়ের গলায় মালা পরিয়ে আমরা আনন্দ প্রকাশ করেছি।’

নির্বাচনে জয়ী ওসমান খান জানান, তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। বেশ কয়েক বছর আগে দেশে আসেন। ব্যবসা শুরু করেন। যেকোনো কাজে এলাকাবাসীর পাশে ছিলেন। এলাকাবাসী তাকে ভালোবাসেন।

তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগে দুখিয়ার কান্দি ও নয়াকান্দি গ্রাম থেকে আমরা ছয়জন নির্বাচন করব বলে প্রচার শুরু করি। এই ইউপিতে ভোটার আছে ১ হাজার ৯৬৪ জন। আমাদের দুই গ্রাম মিলিয়ে একটি ওয়ার্ড। পরে চারজন আমাকে সমর্থন দেন। বাকি থাকেন আবদুস সাত্তার ও আমি।

‘আবদুস সাত্তার মোরগ প্রতীক নিয়ে নির্বাচন করেন। আমি ফুটবল নিয়ে। নির্বাচনে আবদুস সাত্তার ৩৫৪ ভোট পান। আর আমি ফুটবল প্রতীক নিয়ে ৭১৫ ভোট পাই। এলাকার মানুষজন আমার এই বিজয়ে ব্যাপক খুশি।’

এ বিভাগের আরো খবর