চট্টগ্রাম নগরীতে ডিজেল ও সিএনজিচালিত বাস শনাক্ত এবং সরকার নির্ধারিত ভাড়া না মেনে বাড়তি ভাড়া আদায় রোধে বাসে স্টিকার লাগাচ্ছে ট্র্যাফিক পুলিশ।
নগরের টাইগারপাস, জিইসি ও দুই নম্বর গেট এলাকায় শনিবার সকাল থেকে এসব স্টিকার লাগানো হয়।
ট্র্যাফিক উত্তরের উপপুলিশ কমিশনার আলী হোসেন নিউজবাংলাকে বলেন, ‘আমরা নগরীর বিভিন্ন পয়েন্টে তালিকা করে বাসগুলোতে স্টিকার লাগাচ্ছি। যদি কেউ স্টিকার ছিঁড়ে ফেলে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
ডিজেলচালিত বাসে লাগানো হচ্ছে লাল স্টিকার ও সিএনজিচালিত বাসে সবুজ।
অনেক যাত্রী অভিযোগ করেন, বাসগুলো নতুন করে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিচ্ছে। অনেকেই সিএনজিতে বাস চালালেও ভাড়া নিচ্ছে ডিজেলের।
কাজির দেউড়ির বাসিন্দা অভিযোগ আহমেদ মুসা নিউজবাংলাকে বলেন, ‘কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে বাসে অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে। স্টিকার লাগানোতে এখন সহজে বাস চেনা যাবে।’
এর আগে বুধবার চট্টগ্রাম মহানগর পুলিশের আয়োজনে গণপরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে সভায় বাসে স্টিকার লাগানোর সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় জানানো হয়, নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায় করলে কঠোরভাবে ট্র্যাফিক আইন প্রয়োগ করা হবে।