উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পার্ক বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় দ্রব্যের মূল্য বৃদ্ধি করায় ৫ দোকানিকে জরিমানা করা হয়।
টাঙ্গাইলে সরকারি নির্দেশনা অমান্য করে দ্রব্য মূল্য বৃদ্ধি করায় পাঁচ দোকানদারকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।টাঙ্গাইল পৌর এলাকার পার্ক বাজারে সকালে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন। শনিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পার্ক বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় দ্রব্যের মূল্য বৃদ্ধি করায় ৫ দোকানিকে জরিমানা করা হয়। এছাড়া অন্যান্য দোকানদারকে সচেতন করা হয়।
রানুয়ারা বলেন, কোনো অসাধু ব্যবসায়ী যেন অনৈতিকভাবে মূল্য বৃদ্ধি না করতে পারে সেজন্য ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।