নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন লালমাই হাইওয়ে থানার এসআই খোকন মিয়া। তিনি জানান, যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।
কুমিল্লার লালমাই উপজেলায় মোটরসাইকেলে বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।
কুমিল্লা-চাঁদপুর সড়কের লালমাই অংশের মগবাড়ি এলাকায় শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) খোকন মিয়া।
স্থানীয় লোকজন জানান, চাঁদপুরগামী ট্রাককে ওভারটেক করছিল ঢাকা অভিমুখী আল আরাফাহ এক্সপ্রেস নামের একটি বাস। ওই সময় বাসটি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী যুবকের মৃত্যু হয়।
নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন লালমাই হাইওয়ে থানার এসআই।
তিনি জানান, যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।