চলতি বছর ১১.১১ ক্যাম্পেইনে সেবা দেয়ায় আগের রেকর্ড ভেঙেছে দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ।
এই শপিং ডেতে অংশগ্রহণ করতে পাঁচ দেশে দারাজের প্ল্যাটফর্মে ১ কোটি ৪০ লাখের বেশি ক্রেতা ঢুঁ মেরেছেন বলে জানায় প্রতিষ্ঠানটি। পাঁচ দেশ হলো বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল ও মিয়ানমার।
এক বিজ্ঞপ্তিতে দারাজ জানায়, ক্যাম্পেইন শুরুর প্রথম ঘণ্টায় প্রায় ১০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য বিক্রি হয়েছে, যা গত বছরের বিক্রির তুলনায় ১৫০ শতাংশ বেশি।
দারাজের সিইও ও প্রতিষ্ঠাতা বিয়ার্কে মিকেলসেন বলেন, ‘আজকের সফলতায় আমরা খুবই আনন্দিত। ক্রেতারা দারাজ থেকে কেনা পণ্যের গুণগত মানের ওপর আস্থা রাখেন এবং অনলাইন মার্কেটপ্লেস হিসেবে ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহের আমাদের সামর্থ্য রয়েছে, এটা প্রমাণ করে। এর মাধ্যমে এসএমই ব্যবসায়ীরা কীভাবে অনলাইনে তাদের ব্যবসাকে আরও প্রসারিত করতে পারবেন, সে বিষয়টিও উঠে এসেছে।’
তিনি আরও বলেন, ‘এই পাঁচ বাজারের ছোট-বড় সব শহরের আরও বেশিসংখ্যক ব্যবহারকারী আমাদের প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন ধরনের পণ্য ক্রয়-বিক্রয় করছেন, যা আমাদের অনুপ্রাণিত করে। এর মাধ্যমে এটিও বোঝা যায় যে, এ অঞ্চলে আরও বেশিসংখ্যক মানুষের কাছে ই-কমার্স পৌঁছে গেছে।’
ক্যাম্পেইনের প্রথম অর্ডার ডেলিভারি হয়েছে সকাল ৬টা ৫ মিনিটে এবং আড়াই লাখ অর্ডারের পণ্য ইতিমধ্যে অর্ডারকৃত ক্রেতাদের কাছে পাঠানো হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।
দারাজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ‘এমন অভাবনীয় সাড়া পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। সারা দেশ থেকে মানুষ আগ্রহের সঙ্গে ক্যাম্পেইনে অংশ নিয়েছে।’
মূল আয়োজন শেষ হলেও আগামী ১০ দিন ক্রেতাদের জন্য থাকছে পছন্দের ডিল।