বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নির্বাচনে জয়ের পরদিন ইউপি সদস্যের মৃত্যু

  •    
  • ১২ নভেম্বর, ২০২১ ২৩:৪৫

চেয়ারম্যান মো. রফিকুল্যা পাটোয়ারী বলেন, ‘এর আগেও দুই বার নির্বাচনে প্রতিদন্দ্বিতা করে জয় পেয়েছিলেন মাসুদ। তৃতীয় বারেরও তিনি জয়লাভ করেন। আর্থিকভাবে খুব একটা স্বচ্ছল না হলেও এলাকার মানুষের জন্য ছিলেন নিবেদিত প্রাণ। তার মৃত্যুতে আমরা সকলে শোকাহত। শনিবার সকালে তার দাফন সম্পন্ন হবে।’

চাঁদপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ের পরদিন মুরাদ মিজি নামের এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

বৃহস্পতিবার অনুষ্ঠিত সদর উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডে তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পান মাসুদ।

বালিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. রফিকুল্যা পাটোয়ারী বলেন, ‘নির্বাচনের চার-পাঁচ দিন আগে থেকেই তিনি জ্বর ও কাশিতে ভুগছিলেন। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক মাসুদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানেই মারা যান তিনি।’

তিনি বলেন, ‘এর আগেও দুই বার নির্বাচনে প্রতিদন্দ্বিতা করে জয় পেয়েছিলেন মাসুদ। তৃতীয় বারেরও তিনি জয়লাভ করেন। আর্থিকভাবে খুব একটা স্বচ্ছল না হলেও এলাকার মানুষের জন্য ছিলেন নিবেদিত প্রাণ। তার মৃত্যুতে আমরা সকলে শোকাহত। শনিবার সকালে তার দাফন সম্পন্ন হবে।’

চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘এটি একটি হৃদয় বিদারক ঘটনা। তিনি নির্বাচিত হয়েছিলেন। এখনও গেজেট প্রকাশ হয়নি। আমরা এই পদের জন্য পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

১১ নভেম্বর চাঁদপুর সদর উপজেলার নয়টি ইউনিয়নে পরিষদের নির্বাচন হয়। এ নির্বাচনে বালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের থেকে তালা প্রতীকের নির্বাচন করেন মুরাদ মিজি। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী নোমান মিজিকে ২০০ ভোটের ব্যবধানে পরাজিত করেন। এই ওয়ার্ডের অন্য দুজন মেম্বার প্রার্থী ছিলেন আহসান উল্লাহ মিজি ও জাহাঙ্গীর আলম মিজি।

এ বিভাগের আরো খবর