ভোটে দাঁড়িয়েছিলেন, ভোট চেয়ে ছুটেও চলেছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। তবে ভোট গণনায় বাক্সে নিজের ভোটটাও ছিল না।এমন ঘটনা ঘটেছে রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে দুজন প্রার্থীর ব্যালটে।
এদের একজন খোকা মিয়া (মোরগ প্রতীক) বর্তমান ইউপি সদস্য। আরেকজন দুলাল মিয়া (বৈদ্যুতিক পাখা)। তিনি নতুন প্রার্থী ছিলেন।
বৃহস্পতিবার রাতে পীরগাছা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা এনামুল হক।
সেখানে তিনি বলেন, ‘খোকা মিয়া ও দুলাল মিয়া কোনো ভোট পাননি।’
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, কান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডে পাঁচজন প্রার্থী ইউপি সদস্য পদে অংশ নেন।
এদের মধ্যে আব্দুল জব্বার তোকদার (ফুটবল) ১ হাজার ৩৯ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল ইসলাম (টিউবওয়েল) পেয়েছেন ৯৩১ ভোট ।
দুই প্রার্থীর একটি ভোটও না পাওয়ার ঘটনায় এলাকাজুড়ে বেশ আলোচনা শুরু হয়েছে।
ওই ওয়ার্ডের বাসিন্দা আব্দুল জব্বার বলেন, ‘ভোটোত তো দাঁড়ায় নাই, হামারগুলের সাথে ইয়ার্কি করছে। নিজেও ভোট দেয় না। সাগাইটাগাই (আত্মীয়) কাইও ভোট দেয় না। ভোটের আইতোত নাকি সব্বাইকে কইছে ওকে ভোট না দিতে। নিজে টাকা নিয়ে ভোট বেঁচাইচে। এইলা চালাকি।’
একই গ্রামের নজরুল ইসলাম বলেন, ‘খোকা ভোট পাবার নয় ওটা আমরা আগোতে জানি। এলা কেমন হইল? নিজের ভোটটা তো দিলে হয়। তাও মান সম্মান থাকিল হয়। সামনোত কেমন করি ভোট করবে?’
স্থানীয় মুদি দোকানদার সাইদুল ইসলাম বলেন, ‘এমরা যে কাণ্ডটা করিল তা মানসে মনে থুইবে।’
বর্তমান ইউপি সদস্য ও প্রার্থী খোকা মিয়া বলেন, ‘বিপক্ষের একজন প্রার্থীকে ঠেকানোর জন্য শেষ পর্যন্ত এই কাজ করছি। আমার ভোটও আমি নিজেকে দেই নাই।’
নিজের সম্মান গেল কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সম্মান যাইবে ক্যান, নাম মাত্র তো ভোটোত দাড়াইছি। আমার আরেক প্রার্থীক জিতাইছি,সেটা সবাই জানে।’
আরেক প্রার্থী দুলাল মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
রিটার্নিং কর্মকর্তা এনামুল হক বলেন, ‘খোকা মিয়া ও দুলাল মিয়া ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে বৈধ প্রার্থী ছিলেন।’
বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষ হয়।
উপজেলার আটটি ইউনিয়নে ভোগ গ্রহণ হয়। এতে চেয়ারম্যান পদে বিজয়ী হন পারুল ইউনিয়নে তোফাজ্জল হোসেন (নৌকা), ইটাকুমারী আবুল বাশার (নৌকা), অন্নদানগরে আমিনুল ইসলাম (নৌকা), পীরগাছা সদরে মোস্তাফিজুর রহমান রেজা (স্বতন্ত্র-বিএনপি) ছাওলায় বিএনপির নজির হোসেন (স্বতন্ত্র-বিএনপি), তাম্বুলপুরে বজলুর রশিদ মুকুল (স্বতন্ত্র-জামায়াত), কৈকুড়িতে নুর আলম (জাতীয় পার্টি) ও কান্দি ইউনিয়নে বিএনপির আব্দুস ছালাম আজাদ জুয়েল (স্বতন্ত্র-বিএনপি)।