বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জগন্নাথের ভর্তিতে কমল জিপিএর নম্বর

  •    
  • ১২ নভেম্বর, ২০২১ ২১:১৬

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষার ১০০ নম্বর এবং এসএসসি বা সমমান থেকে ১০ ও এইচএসসি বা সমমান থেকে ১০ নম্বর নিয়ে মোট ১২০ নম্বরের ভিত্তিতে ইউনিট ভিত্তিক মেধা তালিকা করা হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে নম্বর বণ্টন ও মেধা তালিকা সংশোধন করা হয়েছে।

গুচ্ছ ভর্তি পরীক্ষায় জবিতে ভর্তির জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএর ১০০ নম্বরের পরিবর্তে এসএসসিতে ১০ নম্বর ও এইচএসসিতে ১০ নম্বর করে মোট ২০ নম্বর নির্ধারণ করা হয়েছে। তবে ভর্তির নূন্যতম যোগ্যতায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএর মান অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার রাতে বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান। এর আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানের সই করা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষার ১০০ নম্বর এবং এসএসসি বা সমমান থেকে ১০ ও এইচএসসি বা সমমান থেকে ১০ নম্বর নিয়ে মোট ১২০ নম্বরের ভিত্তিতে ইউনিট ভিত্তিক মেধা তালিকা করা হবে।

সংশোধিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংগীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ এই চারটি বিভাগের ক্ষেত্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষার ১০০ নম্বর, এসএসসি বা সমমান থেকে ১০, এইচএসসি বা সমমান থেকে ১০, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ৫০ নম্বরসহ মোট ১৭০ নম্বরের ভিত্তিতে প্রতিটি বিভাগের জন্য মেধা তালিকা করা হবে।

মেধা তালিকার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ভর্তির আবেদন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://admission.jnu.ac.bd) - এ যথাসময়ে পাওয়া যাবে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় অংশ নেয়া এবং ২০১৭ বা ২০১৮ সালে এসএসসিন বা সমমান ও ২০২০ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

এ বিভাগের আরো খবর