নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলা মামলার আসামি বাহারুল আলম সুমন কারাগার থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার ভোটে বিএনপি নেতা বাহারুল কারগারে থেকে বেগমগঞ্জের আমানউল্যাপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ২১৫ ভোটের ব্যবধানে জয়ী হন। বাহারুল ওই ইউনিয়ন বিএনপির সহসভাপতি।বেগমগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহাত তানভীর চৌধুরী রাতে বেসরকারিভাবে বাহারুলকে চেয়ারম্যান ঘোষণা করেন।
তিনি জানান, আমানউল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বাহারুল ৩ হাজার ১০৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা পেয়েছেন ২ হাজার ৮৯১ ভোট। নৌকার প্রার্থী আরিফুর রহমান মাহমুদ ১ হাজার ৭০৫ ভোট পেয়ে চতুর্থ হন।স্থানীয়রা জানান, নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার মামলায় ১৫ দিন আগে বাহারুলকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে। নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অনুসারীরা তার পক্ষে নির্বাচনি প্রচারণা চালিয়ে যান। পরে জামিনের আবেদন করা হলেও আদালত তা নাকচ করে দেয়।
নির্বাচন অফিস জানায়, উপজেলার ১৪ ইউনিয়নে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। এর মধ্যে ১২ ইউনিয়নে ব্যালট পেপার এবং বেগমগঞ্জ ও নরোত্তমপুর ইউনিয়নের ১৮টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হয়।
১৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৮ জন এবং সদস্য পদে ৪৯০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৬ জন, বিদ্রোহী ৪ জন, বিএনপির স্বতন্ত্র ৩ জন এবং জাসদের এক প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হন।