বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাপের কামড়ে হাসপাতালে চবি ছাত্র

  •    
  • ১২ নভেম্বর, ২০২১ ১৮:৫০

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিকুল ইসলাম বলেন, ‘সোহেল রানাকে কামড় দেয়া সাপটির নাম সবুজ বোড়া। এটি বিষধর সাপ। এর বিষে অনেক সময় মানবদেহের ব্লাড সেল (রক্তকণিকা) নষ্ট হয়ে যায় এবং রক্ত চলাচলে সমস্যা হয়।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে রাস্তায় হাঁটার সময় সাপের কামড়ে অসুস্থ হয়েছেন এক ছাত্র।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সের ওই ছাত্রের নাম সোহেল রানা।

বিশ্ববিদ্যালয়ের হতাশার মোড় থেকে গোলপুকুরপাড়ের রাস্তায় হাঁটার সময় বৃহস্পতিবার রাতে সাপটি সোহেলকে কামড় দেয়।

বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘সোহেল রানাকে কামড় দেয়া সাপটির নাম সবুজ বোড়া। ইংরেজিতে এটিকে Green Pit Viper বলে। এটি বিষধর সাপ। এর বিষে অনেক সময় মানবদেহের ব্লাড সেল (রক্তকণিকা) নষ্ট হয়ে যায় এবং রক্ত চলাচলে সমস্যা হয়।

‘সাপটিকে ঘটনার পর পরই ক্যাম্পাসের পাশে জঙ্গলে ছেড়ে দেয়া হয়েছে।’

মৃত্যুঝুঁকি কম থাকলেও এই সাপের কামড়ে অঙ্গহানি ও অতিরিক্ত রক্তপাত ঘটতে পারে বলেও জানান রফিকুল।

শিক্ষানবিশ এই গবেষক আরও বলেন, ‘ওই শিক্ষার্থী এখন কিছুটা সুস্থ হলেও হাসপাতালে রয়েছেন। সবুজ বোড়া সাপের নির্দিষ্ট কোনো অ্যান্টিভেনম নেই। ডাক্তাররা এর চিকিৎসা অল্টারনেটিভ মেডিসিন (বিকল্প ওষুধ) বা অ্যান্টিবায়োটিকের মাধ্যমে করে থাকেন।’

এর আগে গত ৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের আলাওল হলে কক্ষ পরিষ্কারের সময় ঘরগিন্নি নামের একটি নির্বিষ সাপের কামড়ে অসুস্থ হন বাচ্চু মিয়া নামের এক কর্মচারী।

এ বিভাগের আরো খবর