টিকটক সেলিব্রেটি বানানোর প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় উদ্ধার ভিকটিমকে ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো মো. দিনার ও তার সহযোগী মেহেদী হাসান মাহি।
বৃহস্পতিবার খিলগাঁও ও বনানী থেকে মাহি ও দিনারকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।
গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম বলেন, ‘ভিকটিম হারিয়ে গেছে এই মর্মে ৮ নভেম্বর হাতিরঝিল থানায় একটি নিখোঁজ জিডি করেন ভিকটিমের ভাই। এর ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা তেজগাঁও বিভাগ। তদন্তের সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় তালতলা মার্কেট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। ভিকটিমের দেয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় খিলগাঁও তালতলা এলাকা থেকে দিনারের সহযোগী মাহিকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে বনানী থেকে দিনারকে গ্রেপ্তার করা হয়।’
তিনি বলেন, ‘চক্রটি উঠতি বয়সী মেয়েদের সঙ্গে ফেসবুকে ফ্রেন্ডশিপ করে। তাদের টিকটক সেলিব্রেটি বানানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করে আটকে রেখে ধর্ষণ করে। এরপর তাদের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
গ্রেপ্তারদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।