নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষক নিহত হয়েছেন।
উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কে চৌগ্রাম লাল ঘর ব্রিজের ওপর শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষকের নাম সমরেন্দ্রনাথ দেব। তিনি উপজেলার বনকুড়ি গ্রামের বাসিন্দা। উপজেলার বিয়াশ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন তিনি।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম সিদ্দিকী।
তিনি জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে সিংড়া উপজেলা সদরে আসছিলেন সমরেন্দ্রনাথ। পথে চৌগ্রাম ব্রিজে একটি পণ্যবাহী ট্রাককে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান তিনি। পরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ময়নাতদন্ত না করার আবেদনের পরিপ্রেক্ষিতে ও কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে ওই শিক্ষকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।