রাজধানীর রমনা এলাকায় অভিযান চালিয়ে অ্যাম্বুলেন্সে করে পাচারের সময় গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজু মিয়া, মো. মুরাদ, সজিব মিয়া, সারোয়ার হোসেন ও মো. মুন্না।
বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৫টায় রমনা ওয়ারলেস মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ দল।
গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা বলেন, ‘অ্যাম্বুলেন্সে করে গাঁজা এনে রাজধানীর ওয়ারলেস মোড় এলাকায় কয়েকজন কারবারি অবস্থান করছে বলে খবর ছিল। পরে অভিযান চালিয়ে একটি অ্যাম্বুলেন্স তল্লাশি করে ৩২ কেজি গাঁজা উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় গাঁজা পাচারের কাজে ব্যবহার করায় অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।’
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা হয়েছে।