চলতি বছর তৃতীয় প্রান্তিকে চীনে শীর্ষস্থানে আছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রথমবারের মতো শীর্ষ চারে উঠে এসেছে ব্র্যান্ডটি।
বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিস জানায়, চীনের স্মার্টফোন বাজারের ২৩ শতাংশ ভিভো দখল করেছে। এক বছরে ভিভোর প্রবৃদ্ধি হয়েছে ২১ শতাংশ।
চীনের বাজারে ভিভোর পরে দ্বিতীয় স্থানে আছে অপ্পো। এদিকে আন্তর্জাতিক বাজারেও অপ্পোকে পেছনে ফেলে চতুর্থ অবস্থানে উঠে এসেছে ভিভো।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকেও চীনে শীর্ষে উঠে এসেছিল ভিভো।
বছরের তৃতীয় প্রান্তিকে চীনে শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড হয়েছে ভিভো।
বিশ্বে ৫০টিরও বেশি দেশ ও এলাকায় ভিভো তাদের সেলস সেন্টার চালু করেছে বলে জানায় প্রতিষ্ঠানটি।
ভিভো জানায়, তাদের জনপ্রিয় সিরিজগুলোর মধ্যে রয়েছে ভিভো ভি ও ওয়াই। চলতি বছর বাংলাদেশে এসেছে ভিভোর ভিভো এক্স৭০ প্রো ৫জি স্মার্টফোন। স্মার্টফোনটির ক্যামেরা প্রযুক্তি জনপ্রিয়তা পেয়েছে।
ফোনটির ক্যামেরা দিয়ে বাংলাদেশে নির্মাণ করা হয়েছে শর্টফিল্ম ‘অ্যা হ্যাপি ম্যান।’