বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চর‌মোনাইয়ে অপ্রতিরোধ্য হাতপাখা

  •    
  • ১২ নভেম্বর, ২০২১ ০২:০৫

বরিশাল সদর উপ‌জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, ‘চর‌মোনাই ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নে কো‌নো প্রার্থীর কাছ থে‌কে আমরা অভিযোগ পাইনি। অবাধ নির্বাচন হয়েছে। সেখা‌নে হাতপাখা প্রতী‌কের প্রার্থী ১০ হাজার ৩৯৫ ভোট পে‌য়ে বিজয়ী হ‌য়ে‌ছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ‌নৌকা প্রতী‌কের নুরুল ইসলাম ৬ হাজার ৯০১ ভোট পে‌য়ে‌ছেন।’

বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মুহাম্মদ জিয়াউল করিম।

হাতপাখা প্রতী‌কের এই প্রার্থী পেয়েছেন ১০ হাজার ৩৯৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নুরুল ইসলাম পেয়েছেন ৬ হাজার ৯০১ ভোট।

বরিশাল সদর উপ‌জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘চর‌মোনাই ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নে কো‌নো প্রার্থীর কাছ থে‌কে আমরা অভিযোগ পাইনি। অবাধ নির্বাচন হয়েছে। সেখা‌নে হাতপাখা প্রতী‌কের প্রার্থী ১০ হাজার ৩৯৫ ভোট পে‌য়ে বিজয়ী হ‌য়ে‌ছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ‌নৌকা প্রতী‌কের প্রার্থী ৬ হাজার ৯০১ ভোট পে‌য়ে‌ছেন।’

এ বিষয়ে ইসলামী আ‌ন্দোলন বাংলা‌দেশ কেন্দ্রীয় মি‌ডিয়া উপক‌মি‌টির সদস‌্য কে এম শরীয়তু্ল্লাহ ব‌লেন, ‘জনগণ হাতপাখা‌কে সমর্থন ক‌রে। তাই অবাধ ভো‌টের মাধ‌্যমে হাতপাখার জয় হ‌য়ে‌ছে। অ‌নে‌কে নানাভাবে প্রভাব বিস্তার কর‌তে চেয়েছিল, জনগণ পাত্তা দেয়‌নি।’

চর‌মোনাইয়ে হাতপাখা প্রতী‌কের একক আধিপত্য ঠেকাতে এবা‌র একজোট হয়েছিল আওয়ামী লীগ ও বিএন‌পি সমর্থকরা। আওয়ামী লী‌গের প্রার্থী নুরুল ইসলাম ও ইউনিয়ন বিএন‌পির আহ্বায়ক সালাম রাঢ়ী জোট হ‌য়ে প্রকা‌শ্যে হাতপাখা‌কে ঠেকা‌নোর ঘোষণা দি‌য়ে‌ছি‌লেন।

এ বিভাগের আরো খবর