বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চুয়াডাঙ্গায় আ. লীগের ৩, স্বতন্ত্র ২

  •    
  • ১১ নভেম্বর, ২০২১ ২২:৪৬

দামুড়হুদায় নির্বাচিত চেয়ারম্যানরা হলেন জুড়ানপুরে সোহরাব হোসেন, সদরে হযরত আলী, কার্পাসডাঙ্গায় আব্দুল করিম, কুড়ুলগাছিতে কামাল উদ্দিন এবং জীবননগরের সীমান্ত ইউনিয়নে ইসাবুল ইসলাম মিল্টন।

চুয়াডাঙ্গার পাঁচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনটিতে আওয়ামী লীগ এবং দুটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যার পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতিটি কেন্দ্রের ফল আসা শুরু করে। রাতে দামুড়হুদা উপজেলা পরিষদের সভাকক্ষ এবং জীবননগর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ফল ঘোষণা করা হয়।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দামুড়হুদায় চার এবং জীবননগর উপজেলায় এক ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হয়।

নির্বাচন কর্মকর্তা জানান, দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সোহরাব হোসেন এবং সদর ইউনিয়নেও নৌকার প্রার্থী হযরত আলী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কার্পাসডাঙ্গা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল করিম ১৮ হাজার ৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কুড়ুলগাছি ইউনিয়নে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী কামাল উদ্দিন পেয়েছেন ৮ হাজার ২২৬ ভোট।এদিকে, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ইসাবুল ইসলাম মিল্টন ১৪ হাজার ৫৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

পাঁচ ইউনিয়নে ৭৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর