বাংলাদেশকে আরও ১ কোটি ৪০ লাখ ডোজ ফাইজারের টিকা উপহার দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশসহ ২৫ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠক শেষে এই ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। কোভ্যাক্সের আওতায় এই টিকা বাংলাদেশকে প্রদান করা হবে।
বৃহস্পতিবার রাতে ‘আরও একটি সুখবর’ শিরোনামে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে উদ্ধৃত করে এক বিবৃতিতে নতুন টিকার বিষয়টি জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঞ্চালনায় কোভিড-১৯ বিষয়ে অনলাইন বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই বৈঠকে আব্দুল মোমেন করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান।
টিকা ছাড়াও বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র সরকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি, ডিফেন্স ডিপার্টমেন্ট, স্টেট ডিপার্টমেন্ট এবং যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মাধ্যমে বাংলাদেশকে ১০৫২ কোটি টাকারও বেশি কোভিড-১৯ সংশ্লিষ্ট উন্নয়ন ও মানবিক সহায়তা দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, বৈঠকে দরিদ্র দেশগুলোতে সাশ্রয়ী মূল্যে টিকা উৎপাদনে উন্নত দেশগুলোর সহায়তা দাবি করেছে বাংলাদেশ।