মেডিসিন বিশেষজ্ঞ আহমেদুল কবীরকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে পদায়ন দিয়েছে সরকার । এ বিষয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।
এ পদে আগে দায়িত্ব ছিলেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি অবসরে যাওয়ায় নতুন করে আহমেদুল কবীরকে বসানো হলো। তিনি রাজধানীর মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক আহমেদুল কবীর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। বিসিএস স্বাস্থ্য ক্যাডারের মাধ্যমে কর্মজীবন শুরু তার। তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি ঢাকা মেডিকেল কলেজে আবাসিক চিকিৎসকের দায়িত্ব পান।
২০০৮ সালে সহকারী অধ্যাপক ও ২০১৩ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান তিনি। ২০২০ সালে ১১ ডিসেম্বর মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান।
আহমেদুল কবীর বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের মহাসচিবের দায়িত্ব পালন করছেন। বিভিন্ন জার্নালে তার অন্তত ৩৯টি লেখা প্রকাশিত হয়েছে।