হবিগঞ্জের আজমিরীগঞ্জের ৩ নম্বর জলসুখা ইউনিয়ন পরিষদের একটি কেন্দ্রে ভোট শেষের পর দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ওই কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে ৩ নম্বর জলসুখার ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে।
কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে আহত হন দুই পক্ষের অন্তত ৫০ জন। প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল জব্বার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। বিপত্তি বাধে গণনার সময়। বিকেল সাড়ে ৪টার দিকে আওয়ামী লীগের প্রার্থী রোকসানা আক্তার শিখা ও স্বতন্ত্র প্রার্থী ফয়েজ আহমেদের সমর্থকরা কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষের সময় কিছু ব্যালট পেপার পুড়িয়ে ফেলা হয়। ভাঙচুর হয় বেশ কিছু বাড়িঘরে। এই পরিস্থিতিতে ওই কেন্দ্রের ভোট বাতিল করা হয়।
পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছিলেন ভোটকেন্দ্রের নিরাপত্তায় থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে র্যাব ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় দুই পক্ষের অন্তত ৫০ জন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।