বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আহ্‌ছানউল্লার অধীনে আর নিয়োগ পরীক্ষা নয়

  •    
  • ১১ নভেম্বর, ২০২১ ১৯:০১

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য ও কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির নিউজবাংলাকে বলেন, ‘আপাতত আহ্‌ছানউল্লার মাধ্যমে পরীক্ষা নেয়ার জন্য যে ওয়ার্ক অর্ডার দেয়া হয়েছিল, এগুলো আমরা সব স্থগিত করেছি।’

প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়ায় আহ্‌ছানউল্লা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধীনে ব্যাংকার্স সিলেকশন কমিটির আর কোনো নিয়োগ পরীক্ষা হবে না।

১৩ ও ২০ নভেম্বরের পরীক্ষা ছাড়াও শিডিউল দেয়া আরও ৩টি পরীক্ষা স্থগিত করা হবে বলে জানিয়েছেন ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য ও কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির।

নিউজবাংলাকে তিনি বলেন, ‘আপাতত আহ্‌ছানউল্লার মাধ্যমে পরীক্ষা নেয়ার জন্য যে ওয়ার্ক অর্ডার দেয়া হয়েছিল, এগুলো আমরা সব স্থগিত করেছি। ৬ নভেম্বর অনুষ্ঠিত পরীক্ষার বিষয়ে আহ্‌ছান উল্লার ব্যাখা চেয়েছি।

‘এখন পর্যন্ত ওই পরীক্ষা আমরা বাতিল করিনি। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আইনতগভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেব।’

বাংলাদেশ ব্যাংকের বৃহস্পতিবারের বিজ্ঞপ্তিতে সোনালী ও বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংকের সিনিয়র অফিসার (আইটি) এবং জনতা ও সোনালী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর পদের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

এর মধ্যে সিনিয়র অফিসার আইটি পদের পরীক্ষা ১৩ নভেম্বর এবং অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর পদের পরীক্ষা ২০ নভেম্বর হওয়ার কথা ছিল।

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য ও কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির আরও বলেন, ‘যেকোনো বিষয়ে একটা প্রক্রিয়া আছে। টেন্ডারের মাধ্যমে তাদেরকে কাজ দেয়া হয়েছে। সব প্রক্রিয়া অনুসরণ করে পরীক্ষা বাতিল হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় ৬ নভেম্বর বিকেলে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে অফিসার (ক্যাশ) নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা হয়। ১ হাজার ৫১১টি পদের বিপরীতে এ পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১৬ হাজার ৪২৭ চাকরিপ্রত্যাশী।

এর মধ্যে সোনালী ব্যাংকে ১৮৩টি, জনতা ব্যাংকে ৫১৬, অগ্রণী ব্যাংকে ৫০০, রূপালী ব্যাংকে ৫ এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৭টি পদ রয়েছে।

পরীক্ষার পরপরই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। একাধিক চাকরিপ্রার্থীর দাবি, পরীক্ষা চলাকালীনই প্রশ্নের প্রিন্ট করা উত্তরপত্র ফেসবুকে পাওয়া যায়।

প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন কর্মীকে বরখাস্ত করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় আহ্‌ছানউল্লা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

এক অফিস আদেশে বুধবার তিনজনকে বরখাস্ত করার কথা জানায় বিশ্ববিদ্যালয়টি।

এ বিভাগের আরো খবর