ময়মনসিংহের হালুয়াঘাটে ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজনের ভোট আরেকজন দেয়ার অভিযোগ উঠেছে। ভোট দিতে না পেরে বাড়ি ফিরেছেন বেশ কয়েকজন।
উপজেলার ৯ নম্বর ধারা ইউনিয়নের কুতিপাড়া গ্রামের নাসরীন আক্তার উদ্দীপনা নিয়ে ভোট দিতে এসেছিলেন কুতিকুড়া করুয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে, কিন্তু কেন্দ্রে গিয়ে জানতে পারেন তার ভোট আরেকজন দিয়ে চলে গেছে।
বাড়ি ফিরে যাওয়ার সময় কথা হয় তার সঙ্গে। তিনি নিউজবাংলাকে বলেন, ‘বিকেল সাড়ে ৩টার দিকে ভোট দিতে কেন্দ্র গিয়েছিলাম। ভেতরে প্রবেশ করে ভোটার স্লিপটা একজন এজেন্টের হাতে দিতেই তিনি বলেন আমার ভোট নাকি হয়ে গেছে। এজন্য ভোট না দিয়েই বাড়ি চলে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমি ছাড়া আরও বেশ কয়েকজন ভোট না দিয়েই বাড়ি ফিরেছেন। ভোটাররা যদি সুষ্ঠুভাবে ভোটই না দিতে পারে তাহলে নির্বাচন দিয়ে লাভ কী?’
এ বিষয়ে কুতিকুড়া করুয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা আনিসুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘এখানে দুইটি কেন্দ্র এক সঙ্গে থাকার কারণে মাঝেমধ্যে কিছু হট্টগোল হয়েছে। তবে, একজনের ভোট আরেকজন দেয়ার কোনো তথ্য আমার জানা নেই।’
হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলবাড়িয়া উপজেলায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট হয়েছে। উপজেলার ভোট হয়েছে ৩০টি ইউনিয়ন পরিষদে।