ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত শিগগিরই ডাবল রেললাইন করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনের প্ল্যাটফর্মের কাজের উদ্বোধন অনুষ্ঠানে রেলমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু রেলসেতুর কাজ শেষ হওয়ার আগেই ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত ডাবল রেললাইনের কাজ ধরা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন ও রেলসচিব সেলিম রেজা।
রেলমন্ত্রী বলেন, ২০২৪ সালের মধ্যে বঙ্গবন্ধু রেলসেতুর কাজ শেষ হবে। এ কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা থেকে উত্তরবঙ্গের সব রেললাইন ডাবল করা হবে। এর ফলে দুই লাইনে ট্রেন চলাচল করতে পারবে।
তিনি বলেন, সাধারণ মানুষ এখন রেলের প্রতি বেশি আগ্রহী। মানুষ যেন রেলে বেশি যাতায়াত করে সেদিকে নজর দেয়া হবে।
ট্রেনে পাথর নিক্ষেপ রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন নুরুল ইসলাম সুজন।