নোয়াখালীর বেগমগঞ্জে জাল ভোট দেয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
হাজীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম বৃহস্পতিবার দুপুরে তাকে পাঁচ দিনের কারাদণ্ড দেন।
দণ্ডিত ২৫ বছর বয়সী মো. জুয়েল উপজেলার হাজীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই যুবক হাজীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কেন্দ্রে দুপুর ১২টার দিকে জাল ভোট দিতে যান। এ সময় কেন্দ্রের এজেন্টরা তাকে আটক করেন। পরে জাল ভোট দেয়ার কথা স্বীকার করলে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ দিনের কারাদণ্ড দেয়া হয়।
একই সময়ে জাল ভোট দেয়ার অপরাধে ১৭ বছর বয়সী কামরুল হাসান নামে আরেক কিশোরকে আটক করা হয়। সে উপজেলার হাজীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কিশোর হওয়ায় মুচলেকা নিয়ে তাকে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।