ঢাকার ধামরাইয়ে একটি ইউনিয়নের দুটি কেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ উঠেছে।
স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান বলছেন, এ বিষয়ে প্রিজাইডিং কর্মকর্তাকে জানালেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তবে প্রিজাইডিং কর্মকর্তা মো. আসাদুল্লার দাবি, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি।
যে দুটি কেন্দ্রে প্রকাশ্যে সিল মারার অভিযোগ উঠেছে সেদুটি হলো গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া সরকারি বিদ্যালয় ও পাড়ুহালা সরকারি বিদ্যালয় কেন্দ্রে।
পাড়ুহালা সরকারি বিদ্যালয় সিল মারার একটি ভিডিও এসেছে নিউজবাংলার হাতে।
পাঁচ মিনিটের ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি পোলিং এজেন্টের কাছ থেকে ব্যালট পেপার সংগ্রহ করছেন। এরপর তার সামনেই টেবিলের ওপর নৌকা প্রতীকে সিল মারছেন।
স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘সকাল থেকেই হাতকোড়া ও পাড়ুহালা কেন্দ্রে ওপেন নৌকা প্রতীকে সিল মারছে দুই থেকে তিন জন ব্যক্তি। এখনও মারতেছে। আমি প্রিজাইডিং অফিসারকে বলছি। কিন্তু তারা কোন ব্যবস্থা নেয়নি।’
এ বিষয়ে ঢাকা জেলা সিনিয়র নির্বাচন অফিসার মুনীর হোসাইন খান নিউজবাংলাকে বলেন, ‘আমি বিষয়টি জানি না। তবে এখনই খবর নিচ্ছি।’
প্রিজাইডিং কর্মকর্তা মো. আসাদুল্লা বলেন, নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মারার কোনো ঘটনা ঘটেনি। এই অভিযোগ ভিত্তিহীন।