চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং ইউনিয়নে দুই মেম্বার পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গোপালঘাটা আনন্দবাজার এলাকায় বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।
তিনি বলেন, ‘ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দুই মেম্বার পদপ্রার্থীর সমর্থকের সংঘর্ষে ছুরিকাঘাতে মো. শফি উদ্দিন নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে আমাদের টিম গেছে। বিস্তারিত পরে জানানো হবে।’
নিহত শফি উদ্দিনের বাড়ি গোপালঘাটায়। আনন্দবাজারে তার একটি বৈদ্যুতিক সরঞ্জামের দোকান রয়েছে।
ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী নিউজবাংলাকে বলেন, ‘শফি আমাদের খুবই আপন লোক এবং নির্দোষ একটা ছেলে। দুই পক্ষের সংঘর্ষে জড়িতদের শান্ত করার চেষ্টা করছিল সে। এর মাঝে পড়ে সেও ছুরিকাঘাতে আহত হয়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন, ‘লালপুল তোফায়েল আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সংঘর্ষটি বাঁধে। ফুটবল প্রতীকের মুরাদ ও মোরগ প্রতীকের জামাল পাশার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।’
পুলিশ জানায়, আহতরা হলেন মো. ফারুক, মো. রাসেল, শফিকুল ইসলাম এবং আবু সাইদ। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মো. আজাদ নামের এক মেম্বার পদপ্রার্থী মাথায় গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি উপজেলা আওয়ামী লীগের।
উপজেলা সংগঠনটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরি বলেন, ‘আজাদ সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন। তার অবস্থা গুরুতর। বর্তমানে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হলেও চিকিৎসকের পরামর্শে একটু পর তাকে চট্টগ্রাম মেডিক্যালে নেয়া হবে।’
তবে এ বিষয়ে ওসি রবিউল বলেন, ‘আজাদ নামের ওই প্রার্থী আহত হয়েছেন শুনেছি। তার মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে আঘাতটা গুলির কি না তা নিশ্চিত না।’