বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিস্ফোরণে জ্বলছে কেমিক্যাল, পোশাক কারখানা

  •    
  • ১১ নভেম্বর, ২০২১ ১৪:২২

কারখানার শ্রমিক ও স্থানীয়রা জানান, কেমিক্যাল কারখানার গোডাউনে ১০ জন শ্রমিক কাজ করছিলেন। দুপুর সোয়া ১২টার দিকে হঠাৎ গোডাউনের একটি কেমিক্যালের ড্রাম বিস্ফোরিত হয়। বিস্ফোরণের আগুন পাশের লাইফ টেক্সটাইল প্রাইভেট লিমিটেড কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে। ওই পোশাক কারখানায় প্রায় ১ হাজার শ্রমিক কাজ করছিলেন।

গাজীপুরের কোনাবাড়ীতে বিসিক এলাকায় আগুনে পুড়ছে একটি কেমিক্যাল ও পোশাক কারখানা।

আগুন নিয়ন্ত্রণে ডিবিএল, জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে ডাইসিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গোডাউনে প্রথমে কেমিক্যালের ড্রাম বিস্ফোরিত হয়। সেখান থেকে লাগা আগুন ছড়িয়ে পড়ে পাশের লাইফ টেক্সটাইল প্রাইভেট লিমিটেড কারখানায়। তবে এখন পর্যন্ত আগুনে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তাশারুফ হোসেন বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।

কারখানার শ্রমিক ও স্থানীয়রা জানান, কেমিক্যাল কারখানার গোডাউনে ১০ জন শ্রমিক কাজ করছিলেন। দুপুর সোয়া ১২টার দিকে হঠাৎ গোডাউনের একটি কেমিক্যালের ড্রাম বিস্ফোরিত হয়। বিস্ফোরণের আগুন পাশের লাইফ টেক্সটাইল প্রাইভেট লিমিটেড কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে। ওই পোশাক কারখানায় প্রায় ১ হাজার শ্রমিক কাজ করছিলেন।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত আগুনে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।’

এ বিভাগের আরো খবর