স্থানীয় সরকার নির্বাচনে সব সময় কিছু সহিংসতা হয় জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভোট সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেয়া হয়েছে।
সচিবালয়ে বৃহস্পতিবার বিজয় দিবস উদ্যাপন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিবিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দ্বিতীয় ধাপে দেশের ৮৩৫ ইউনিয়নে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট শুরু হয়েছে। নিউজবাংলার সবশেষ প্রতিবেদন অনুযায়ী, সহিংসতায় নরসিংদীর রায়পুরায় তিন ও কক্সবাজার সদরে একজন নিহত হয়েছেন।
কুমিল্লায় একজন নিহতের খবর পাওয়া গেলেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এর বাইরেও কিছু জায়গায় প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
নির্বাচন সামনে রেখে সহিংসতা প্রতিরোধে কী ব্যবস্থা নেয়া হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ পুলিশের কাজ করছে। বিশাল একটি এলাকা নিয়ে নির্বাচন হচ্ছে। আপনারা জানেন এই নির্বাচন আধিপত্যের নির্বাচন।
‘এখানে ঝগড়াঝাঁটি হয়েই থাকে। এখন পর্যন্ত যত জায়গায় সহিংসতা হয়েছে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ব্যবস্থা নিতে। আইনশৃঙ্খলা বাহিনী সেভাবেই কাজ করছে।’