কুমিল্লা মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনি সহিংসতায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হন প্রায় ১০ জন। এ ঘটনায় একজনকে আটকও করেছে পুলিশ।
ওই ইউনিয়নের আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় গোলাগুলিতে জশ মিয়া, শাওন আহমেদ ও নাজমুল নামে তিনজন গুলিবিদ্ধ হন।
স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে একদল বহিরাগত হঠাৎ করেই ভোটকেন্দ্রে প্রবেশ করে। এ সময় পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
স্থানীয়রা আরও জানান, মানিকারচর জামে মসজিদের ইমাম নাজমুল হাসান মসজিদের মাইকে ঘোষণা দেন যে ভোটকেন্দ্রে বহিরাগতরা প্রবেশ করে ভোট দিচ্ছে।
এ ঘোষণার পরই উত্তেজনা শুরু হয়। তারপরই সংঘর্ষের ঘটনা ঘটে। এ কারণে তাকে আটক করেছে পুলিশ।
আটক মসজিদের ইমাম নাজমুল হাসান। ছবি: নিউজবাংলা
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছিল। হঠাৎ করেই একদল বহিরাগত এসে কেন্দ্রে হামলা চালায়। এ সময় কেন্দ্রের বিভিন্ন কক্ষের কাচের গ্লাস ভেঙে ফেলে।
‘এক ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকার পর তা আবার শুরু হয়েছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছি।’
ঘটনাস্থলে ডিসি-এসপি পরিদর্শন এলেও এ বিষয়ে সাংবাদিকদের কিছু বলতে রাজি হননি।