মানিকগঞ্জের সিঙ্গাইরের জামশা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থীর ১৭ কর্মীকে আটক করেছে পুলিশ।
সিঙ্গাইরের জামশা উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাদের আটক করা হয়।
জেলা নির্বাচন অফিসার শেখ মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিঙ্গাইর উপজেলার ১১টি ইউনিয়নে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সকাল ১০টার দিকে জামশা উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রের বাইরে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মিঠুর পক্ষে ভোট চাওয়া এবং কেন্দ্রে আধিপত্য বিস্তারের চেষ্টা করায় ১৭ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের সিঙ্গাইর থানায় নিয়ে যাওয়া হয়েছে। নির্বাচন শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।