বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লোকসানি এটলাস এবার আর লভ্যাংশ দেবে না

  •    
  • ১০ নভেম্বর, ২০২১ ২১:৪৪

টানা লোকসান দিয়ে আসা কোম্পানিটি এর আগে কখনও বিনিয়োগকারীদেরকে লভ্যাংশ থেকে বঞ্চিত করেনি। তবে গত বছরের তুলনায় লোকসান এবার দ্বিগুণেরও বেশি বেড়ে যাওয়ার পর কোম্পানিটি এবার নো ডিভিডেন্ড ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে।

ছয় বছর ধরে টানা লোকসান দিয়েও লভ্যাংশ দিয়ে আসা প্রকৌশল খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি এটলাস বাংলাদেশ এবার আর সে পথে হাঁটছে না।

আগের বছরের তুলনায় লোকসান দ্বিগুণ হওয়ার পর মোটর সাইকেল সংযোজনকারী কোম্পানিটি বিনিয়োগকারীদেরকে লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরের হিসাব পর্যালোচনা করে বুধবার কোম্পানিটির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী ২০২০ সালের জুলাই থেকে গত জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৩৫ পয়সা।

গত মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ১১ পয়সা। এই অর্থবছরে যে কোনো প্রান্তিকের তুলনায় বেশ ৯৮ পয়সা লোকসান হয় এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে।

টানা লোকসান দিয়ে আসা কোম্পানিটি এর আগে কখনও বিনিয়োগকারীদেরকে লভ্যাংশ থেকে বঞ্চিত করেনি।

২০১৬ সালে শেয়ার প্রতি ১ টাকা ২৫ পয়সা লোকসান দিয়েও ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার দেয় কোম্পানিটি।

পরের বছর লোকসান বেড়ে শেয়ার প্রতি ২ টাকা ৬৩ পয়সা হওয়ার পর লভ্যাংশও বাড়ানো হয়। ওই বছর শেয়ার প্রতি ২ টাকা নগদের পাশাপাশি বোনাস শেয়ার দেয়া হয় ১০ শতাংশ।

২০১৮ সালে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ২৩ পয়সা। ওই বছর লভ্যাংশ হিসেবে দেয়া হয় ১০ শতাংশ বোনাস শেয়ার।

২০১৯ সালে লোকসান কমে হয় শেয়ারে ৯৯ পয়সা। ওই বছর লভ্যাংশ দেয়া হয় ৫ শতাংশ নগদ, অর্থাৎ শেয়ারে ৫০ পয়সা।

গত বছর লোকসান ছিল শেয়ারে এক টাকা ৩৫ পয়সা, লভ্যাংশ ছিল আগের বছরের সমান, ৫ শতাংশ নগদ।

লোকসানের কারণে কোম্পানিটির সম্পদও কমে গেছে। ২০২০ সালের জুন শেষে শেয়ারপ্রতি সম্পদ ছিল ১৩১ টাকার। সেটি কমে এবার হয়েছে ১২৮ টাকা।

এবার লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১ ডিসেম্বর। লভ্যাংশ অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা ডাকা হয়েছে আগামী ২৩ ডিসেম্বর।

লোকসানি হলেও কোম্পানিটির শেয়ার মূল্য একশ টাকার বেশি। গত এক বছরে সর্বনিম্ন মূল্য ছিল ১০০ টাকা। সম্প্রতি তা বেড়ে ১৪৬ টাকা ৯০ পয়সা হয়ে যায়। তবে পুঁজিবাজারে সাম্প্রতিক দর সংশোধনের প্রভাব লাগে এই কোম্পানিটির শেয়ারদরে। গত ৮ নভেম্বর এক বছরের সর্বনিম্ন দরে নেমে আসে। তবে গত দুই দিনে কিছুটা বেড়ে ১০৬ টাকা ২০ পয়সা হয়েছে।

এ বিভাগের আরো খবর