রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা একটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ ২০ জন।
বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ বুধবার তাদের জামিন দেয়।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, তার সঙ্গে ছিলেন সৈয়দ নুরে আলম সিদ্দিকী।
আইনজীবী নুরে আলম সিদ্দিকী বলেন, 'দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ২৬ অক্টোবর নয়াপল্টনে বিএনপির প্রতিবাদ সমাবেশ হয়। সেখানে বিএনপির নেতা ও কর্মীরা উপস্থিত হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে অর্ধশতাধিক নেতা-কর্মী আটক হন। পল্টন থানায় পরদিন বিএনপির ৯৭ জনের নাম উল্লেখ করে মামলা করে পুলিশ।
'ওই মামলায় জামিন চেয়ে আবেদন করা হলে আদালত ২০ জনের জামিন মঞ্জুর করে।'
জামিন পাওয়া নেতাদের মধ্যে নিরব-টুকু ছাড়াও স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ কেন্দ্রীয় ও মহানগর নেতাদের অনেকে রয়েছেন।