বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সরকারের দেশ চালানোর টাকা নেই: ড. মোশাররফ

  •    
  • ১০ নভেম্বর, ২০২১ ২১:০২

সরকার রিজার্ভ থেকে ঋণ নিয়েছে। ব্যাংকগুলো প্রায় দেউলিয়া করে ফেলেছে। বার বার বিদ্যুতের মূল্য বাড়িয়েছে। গ্যাস-পানির দাম বাড়িয়েছে। এখন ডিজেল-কেরোসিনের দাম এক লাফে লিটারে ১৫ টাকা বাড়িয়ে দিয়েছে। কোনো দেশে এভাবে ২৩ থেকে ২৫ শতাংশ মূল্য বৃদ্ধির নজির নেই।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘চাপাবাজ সরকার যত উন্নয়নের কথাই বলুক তাদের কাছে দেশ চালানোর টাকা নেই। তারা ঋণ নিয়ে ব্যাংকগুলোকে দেউলিয়া করে দিয়েছে।’

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শহীদ নূর হোসেনের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

৯০'র ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য এই স্মরণসভার আয়োজন করে।

ড. মোশাররফ বলেন, ধাপ্পাবাজ-চাপাবাজ সরকার অনেক উন্নয়নের কথা বলছে। অথচ সরকার চালানোর জন্য তাদের কাছে টাকা নেই। সরকার বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ঋণ নিয়েছে। ঋণ নিয়ে ব্যাংকগুলো প্রায় দেউলিয়া করে দিয়েছে। বার বার বিদ্যুতের মূল্য বাড়িয়েছে। গ্যাসের মূল্য এমনকি পানির মূল্যও বৃদ্ধি করেছে। এখন ডিজেল-কেরোসিনের দাম এক লাফে লিটারে ১৫ টাকা বাড়িয়ে দিয়েছে। কোনো দেশে এভাবে ২৩ থেকে ২৫ শতাংশ মূল্য বৃদ্ধির নজির নেই।

বিএনপির এই বর্ষীয়াণ নেতা বলেন, আজকের প্রধানমন্ত্রী তো গায়ের জোরে প্রধানমন্ত্রী। তিনিই আবার বলেন যে বিএনপির অস্তিত্ব সংকট।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, প্রশাসন ও পুলিশ ছাড়া আওয়ামী লীগ নিয়ে মাঠে নামুন। তখন দেখা যাবে যে আওয়ামী লীগেরই অস্তিত্ব নেই।

ড. মোশাররফ বলেন, নূর হোসেন স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করে শহীদ হন। আজ সেই স্বৈরাচার আপডেট হয়ে ফ্যাসিবাদী সরকার হয়েছে। দেশে রাজনৈতিকভাবে একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ তৈরি হয়েছে। দ্রব্যমূল্য লাগামহীনভাবে বাড়ছে। সরকার এটা নিয়ন্ত্রণ করছে না। কারণ এর পেছনে আওয়ামী লীগের সিন্ডিকেট জড়িত।

ডাকসুর সাবেক ভিপি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং ফজলুল হক মিলনের সঞ্চালনায় স্মরণ সভায় আরও বক্তব্য দেন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, খন্দকার লুৎফর রহমান, জহির উদ্দিন স্বপন, মোস্তাফিজুর রহমান বাবুল, সাইফুদ্দিন মনি, নাজিম উদ্দিন আলম, আজিজুল বারী হেলাল, কামরুজ্জামান রতন, এবিএম মোশারফ হোসেন, আসাদুর রহমান খান, শহীদুল ইসলাম বাবুল, আমিরুজ্জামান খান শিমুল, আব্দুল কাদির ভূইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবীব, আকরামুল হাসান, ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

এ বিভাগের আরো খবর