চট্টগ্রামে কোর্ট হিলকে ‘পরীর পাহাড়’ নামে বলতে এবং লিখতে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
জেলার প্রথম সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক ইছরাত জাহান নাসরিনে আদালত বুধবার বেলা ১২টার দিকে এ আদেশ দেন।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়া উদ্দিন।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘‘আমরা রোববার কোর্টহিলের পরিবর্তে ‘পরীর পাহাড়’ নাম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা করেছিলাম। সেই মামলায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ কামরুল হাসান, চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আহসান ও বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমানকে বিবাদী করা হয়।
‘‘ওইদিন শুনানি শেষে মামলার বিবাদীদের তিন দিনের মধ্যে জবাব দিতে বলেন আদালত। সেই হিসেবে বুধবার জবাব দেয়ার দিন ছিল। কিন্তু বিবাদীরা আদালতে হাজির হয়ে ১৫ দিন সময় চান। আদালত তাদের আবেদন সায় দেয়ার পাশাপাশি জবাব দেয়া পর্যন্ত ‘পরীর পাহাড়’ নাম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেন।’’
এ এইচ এম জিয়া উদ্দিন আরও বলেন, ‘শুরু থেকেই এটার নাম কোর্ট হিল ছিল। কারণ শুরুতে এখানে ছিল লাল ভবনটা। এখন ডিসি ও বিভাগীয় কমিশনারের অফিস হিসেবে ব্যবহার হলেও আগে এটাই ছিল আদালত ভবন। পরে এখানে আদালত ভবন হওয়ার সুবাদে বিভিন্ন জায়গা থেকে অন্যান্য অফিস আনা হয়। সরকারি বিভিন্ন নথিপত্রে এটার নাম কোর্টহিল আছে৷ কিন্তু ডিসি এখন বিভিন্ন চিঠিপত্র ও ব্যানার ফেস্টুনে ‘পরীর পাহাড়’ নাম ব্যবহার করছেন। তাই এই নাম ব্যবহার বন্ধে নালিশি মামলাটি করা হয়েছিল।’