৪২ শতাংশ আয় বাড়াতে পারলেও লভ্যাংশ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা সিমেন্ট।
২০০২ সালের মতোই গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরে আর্থিক বিবরণী পর্যালোচনা করে ১০ শতাংশ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
আগের বছরের মতোই এই লভ্যাংশ নগদ ও বোনাস মিলিয়ে দেয়া হবে। এর অর্ধেক নগদ, অর্থাৎ শেয়ারে দেয়া হবে ৫০ পয়সা, আর ৫ শতাংশ দেয়া হবে বোনাস, অর্থাৎ প্রতি ১০০ শেয়ারে দেয়া হবে ৫টি শেয়ার।
বুধবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
প্রতিবেদন অনুযায়ী ২০২০ সালের জুলাই থেকে গত জুন পর্যন্ত কোম্পানিটি শেয়ার প্রতি আয় করতে পেরেছে ২ টাকা ৭৩ পয়সা। আগের বছর একই সময়ে এই আয় ছিল ১ টাকা ৯১ পয়সা। অর্থাৎ আয় বেড়েছে ৮২ পয়সা বা ৪২.৯৩ শতাংশ।
পুনর্মূল্যায়নের পর কোম্পানিটির সম্পদ ব্যাপকভাবে বেড়েছে। ২০২০ সালের ৩০ জুন শেয়ার প্রতি ৩২ টাকা ৭৩ পয়সা সম্পদ ছিল কোম্পানিটির। সেটি এবার বেড়ে হয়েছে ৭০ টাকা ১৪ পয়সা্
এই লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর। অর্থাৎ যারা লভ্যাংশ নিতে চান, তাদেরকে সেদিন শেয়ার ধরে রাখতে হবে। লভ্যাংশ চূড়ান্ত করতে বার্ষিক সাধারণ সভা ডাকা হয়েছে আগামী ৩০ ডিসেম্বর।