শেষ পর্যন্ত শান্তিনগর থেকে ঢাকা-মাওয়া রোড (ঝিলমিল) পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ প্রকল্প বাস্তবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রকল্পটির বাতিলের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এতে সভাপতিত্ব করেন।
এ বিষয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে এভাবে ফ্লাইওভার নির্মাণের প্রয়োজনীয়তা নেই। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যদি অন্যভাবে কিছু করতে চায়, সেটা তারা সমীক্ষা করে দেখবে।’
১০ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ চার লেনের এই ফ্লাইওভারটি সরকারি–বেসরকারি অংশীদারিত্বে বাস্তবায়নের কথা ছিল। এর প্রাক্কলিত ব্যয় ৫ হাজার কোটি টাকার বেশি।
২০১৩ সালের জানুয়ারিতে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভায় প্রকল্পটি অনুমোদন পায়। একনেকে অনুমোদন পেতে পাঁচ বছর সময় লাগে। এর পর নানা জটিলতায় প্রকল্পটি আটকে থাকে।
এ ছাড়া, সভায় ক্রয় কমিটির অনুমোদনের জন্য ৮টি প্রস্তাব উত্থাপন করা হয়। ক্রয় কমিটির অনুমোদিত ৮টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১ হাজার ১৫০ কোটি ১৭ লাখ ৬৩ হাজার ৬৯৩ টাকা।
মোট অর্থায়নের মধ্যে সরকারি তহবিল বা জিওবি হতে ব্যয় হবে ১৬৭ কোটি ৭৯ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা এবং দেশীয় ব্যাংক, বিশ্বব্যাংক, এডিবি ও সৌদি উন্নয়ন তহবিল হতে অর্থায়ন ৯৮২ কোটি ৩৮ লাখ ৮ হাজার ৭৯৩ টাকা।