বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কালকিনিতে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষে আহত ২০

  •    
  • ১০ নভেম্বর, ২০২১ ১৭:১৪

কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল জানান, নির্বাচনে আধিপত্য বিস্তার নিয়ে সকালে ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী চাঁন মিয়া শিকদার ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়ার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন অন্তত ২০ জন।

মাদারীপুরের কালকিনিতে ইউপি নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন।

উপজেলার সিডিখানে বুধবার সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, নির্বাচনে আধিপত্য বিস্তার নিয়ে সকালে ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী চাঁন মিয়া শিকদার ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়ার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় শতাধিক ককটেল ও হাতবোমা বিম্ফোরণ হয়।

এতে আহত হন অন্তত ২০ জন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

ওসি ইশতিয়াক আরও জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে র‌্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আগামীকাল ১১ নভেম্বর কালকিনি উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে হবে নির্বাচন।

এ বিভাগের আরো খবর