চট্টগ্রামের হাটহাজারীতে বসতঘরে লাগা আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ৫ জন।
হাটহাজারী পৌরসভার রংগীপাড়া এলাকায় বুধবার সোয়া ৪টার দিকে লাগা আগুনে ৮টি বাড়ির ২৪টি কক্ষ পুড়ে গেছে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।
৭ মাস বয়সের মৃত শিশুর নাম রোহান। আগুনে দগ্ধ অন্যরা হলেন রোহানের মা বৃষ্টি আক্তার, নানি আনোয়ার বেগম, প্রতিবেশী লাকী আক্তার, কালা মিয়া ও ৬০ বছর বয়সী এক বৃদ্ধা।
দগ্ধদের মধ্যে বৃষ্টি ও আনোয়ার বেগমের অবস্থা আশঙ্কজনক। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
নিউজবাংলাকে হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার ফজল মিয়া বলেন, ‘আমাদের একটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ৮টি বাড়ির ২৪ টি কক্ষ পুড়ে যায়।’
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিউজবাংলাকে বলেন, ‘হাসপাতালে ভোরে দগ্ধ শিশুসহ ৬ জনকে নিয়ে আসা হয়েছিল। শিশুসহ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতাল বার্ন ইউনিটের চিকিৎসক রফিক উদ্দিন আহমেদ নিউজবাংলাকে বলেন, ‘হাটহাজারী থেকে আসা রোগীদের মধ্যে শিশুটি বেলা ১১ টার দিকে মারা গেছে। বাকিদের অবস্থা আশঙ্কাজনক।’