যশোর সদরে এক ইজিবাইকচালকের গলা কাটা দেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।
উপজেলার ঘুরুলিয়া কমিউনিটি ক্লিনিকের পেছন থেকে মঙ্গলবার রাত আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ১৯ বছর বয়সী আবদুল্লাহর বাড়ি সদর উপজেলার সুলতানপুর গ্রামে।
আটক ব্যক্তিরা হলেন হাসিবুল রহমান ও আবদুল্লাহ। তারা শেখহাটি তরফ নওয়াপাড়া গ্রামের বাসিন্দা।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, স্থানীয় এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে টর্চের আলোয় আবদুল্লাহর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি কোতোয়ালি মডেল থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও জানান, ঘটনার দিন রাতেই অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ওই দুই যুবককে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নিহতের ইজিবাইক, মোবাইল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। মামলার পর আটক ব্যক্তিদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হবে বলে জানান ওসি।