বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নৌকার অফিসে ‘ভাঙচুর-আগুন’, পেট্রোল বোমা উদ্ধারে মামলা

  •    
  • ১০ নভেম্বর, ২০২১ ১৩:৪০

নৌকার প্রার্থীর অভিযোগ করেন, ‘নির্বাচনকে প্রভাবিত করতে স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদের কর্মী, সমর্থকরা মঙ্গলবার গভীর রাতে আমার নির্বাচনি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন।’ এই অভিযোগের বিষয়ে স্বতন্ত্র প্রার্থীর বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ভাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম বলেন, ‘নৌকার অফিসে হামলা ঘটনায় আমরা জড়িত না।’

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নে নৌকার প্রার্থীর অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা হয়েছে। এ ছাড়া পেট্রোল বোমা উদ্ধারের ঘটনায় মামলা করেছে পুলিশ।

মেঘনা থানায় মঙ্গলবার রাতে মামলা দুটি হয়। নৌকার প্রার্থীর অফিসে হামলা-ভাঙচুরের মামলায় স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদসহ তার কর্মী-সমর্থকদের আসামি করা হয়েছে। পুলিশের করা মামলায় কাদের আসামি করা হয়েছে তা এখনও জানা যায়নি।

পুুলিশ বলছে, ঘটনাস্থল পরিদর্শনে গেছেন পুলিশ সুপার। তিনি এলে মামলার বিষয়ে বিস্তারিত জানানো হবে।

নৌকার প্রার্থী জাকির হোসেন অভিযোগ করেন, ‘নির্বাচনকে প্রভাবিত করার জন্য স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদের কর্মী, সমর্থকরা মঙ্গলবার গভীর রাতে আমার নির্বাচনি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। যারা এই ঘটনায় জড়িত তাদের অধিকাংশই আওয়ামী লীগের স্থানীয় ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতা-কর্মী।’

অভিযোগের বিষয়ে স্বতন্ত্র প্রার্থীর বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ভাই মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তাজ বলেন, ‘গত রাতে নৌকার অফিসে হামলা ঘটনায় আমরা জড়িত না। আমার ভাই নৌকার বিপক্ষে না, প্রার্থীর বিপক্ষে নির্বাচন করছেন।’

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, নৌকা প্রার্থীর অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং পেট্রোল বোমা উদ্ধারের ঘটনায় দুটি মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এ বিভাগের আরো খবর