বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জেমস-মাইলসের মামলায় বাংলালিংককে সমন

  •    
  • ১০ নভেম্বর, ২০২১ ১৩:১২

নগর বাউলের প্রধান ভোকাল ও গিটারিস্ট জেমস এবং মাইলসের প্রধান গায়ক শাফিন আহমেদ ও হামিন আহমেদ কপিরাইট আইট আইনে বাংলালিংকের বিরুদ্ধে আলাদা দুটি মামলার আবেদন জমা দেন। আবেদনের ওপর শুনানি নিয়ে মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সমন জারি করে আদালত।

কপিরাইট আইনে বাংলা ব্যান্ডের ‘গুরু’ মাহফুজ আনাম জেমস ও ব্যান্ড দল মাইলসের করা মামলায় বাংলালিংকের বিরুদ্ধে দুই মামলায় সমন জারি করেছে আদালত।

ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ বুধবার এ আদেশ দেন।

বেলা ১১টার দিকে নগর বাউলের প্রধান ভোকাল ও গিটারিস্ট জেমস এবং মাইলসের প্রধান গায়ক শাফিন আহমেদ ও হামিন আহমেদ আলাদা দুটি মামলার আবেদন জমা দেন।

কিছুক্ষণ পর মামলা দুটির বাদীদের জবানবন্দি নিয়ে বাংলালিংকের ৫ কর্মকর্তার বিরুদ্ধে সমন জারির আদেশ দেয় আদালত।

কর্মকর্তারা হলেন, বাংলালিংকের প্রধান নির্বাহী এরিক অ্যাস, চীফ কমপ্লেইন্স অফিসার নুরুল আলম, চীফ ডিজিটাল অফিসার সঞ্জয় ভাগাসিয়া, চীফ কর্পোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান ও হেড অফ ভাস (ভ্যালুয়েডেড সার্ভিস) অনিক ধর।

আগামী ৩০ নভেম্বর আদালতে হাজির হয়ে তাদেরকে জেমসের গানের কপিরাইটের বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।

দুইজন বাদী ও পৃথক মামলা হলেও মূলত একই অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়েছে বলে নিউজবাংলাকে জানান মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল।

মামলার আবেদনে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ চেয়েছিলেন আইনজীবী মিজানুর রহমান।

এর আগে ১৯ সেপ্টেম্বর বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আরজি নিয়ে একই আদালতে গিয়েছিলেন জেমস। আদালত তার মামলার আবেদন গ্রহণ না করে গুলশান থানায় মামলা করার নির্দেশ দিয়েছিল।

জানা যায়, জেমস অসংখ্য জনপ্রিয় গানগুলো তার কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়েই বাংলালিংক তাদের ওয়েলকাম টিউন, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে আসছে। বাংলালিংকের এই কর্মকাণ্ড কপিরাইট আইন ভঙ্গের শামিল।

এ বিভাগের আরো খবর