বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তিন দেশ থেকে ৬৮ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১০ নভেম্বর, ২০২১ ১২:২৬

ফ্রান্স ২০ লাখ এবং সৌদি আরব ও পোল্যান্ড ৪৮ লাখ ডোজ টিকা উপহার হিসেবে বাংলাদেশকে দিচ্ছে। পোল্যান্ডের প্রথম চালান বুধবারই ঢাকায় পৌঁছেছে।

বাংলাদেশকে উপহার হিসাবে করোনাভাইরাসের ২০ লাখ ডোজ টিকা দিচ্ছে ফ্রান্স সরকার। এ ছাড়া সৌদি আরব দেবে ১৫ লাখ ডোজ। আর পোল্যান্ড থেকে আসছে ৩৩ লাখ ডোজ টিকা। সব মিলিয়ে তিনটি দেশ থেকে করোনার ৬৮ লাখ ডোজ টিকা আসছে।

বুধবার পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনকে উদ্ধৃত করে মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে পররাষ্ট্রমন্ত্রী জানান, মঙ্গলবার প্যারিসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও প্রধানমন্ত্রী জ্যঁ কাসতেক্সের বৈঠকের পর ফ্রান্সের পক্ষ থেকে টিকা উপহারের বিষয়টি জানানো হয়।

তবে ফ্রান্স থেকে কোন কোম্পানির তৈরি টিকা পাওয়া যাবে তা জানাননি পররাষ্ট্রমন্ত্রী।

প্যারিসে এলিসি প্রাসাদে মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ কাসতেক্সের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। দু’পক্ষের মধ্যে এদিন প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে একটি সম্মতিপত্রও স্বাক্ষর হয়।

ফরাসি প্রেসিডেন্টের দপ্তর থেকে আসা এক যৌথ বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে বৈঠকে দু’পক্ষই দুই দেশের মধ্যে বিদ্যমান অংশীদারত্বকে প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে আরও সম্প্রসারিত করার আগ্রহ প্রকাশ করে।

অন্যদিকে সৌদি আরব ও পোল্যান্ডের কাছ থেকে উপহার হিসাবে আরো প্রায় ৪৮ লাখ করোনা টিকা উপহার পাওয়ার সুখবর জানান পররাষ্ট্রমন্ত্রী।

মোমেন বলেন, দুটি দেশ থেকেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা আসছে।

তিনি বলেন, ‘রিয়াদে আমাদের রাষ্ট্রদূত জানিয়েছেন, সৌদি আরবের বাদশাহ সালমান রিলিফ ফান্ড থেকে অ্যাস্ট্রাজেনেকার ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ টিকা ফ্রি পাচ্ছি। দুই-তিনদিনের মধ্যে এই টিকার চালান বাংলাদেশে পৌঁছবে বলে সৌদি কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে।’

ইতোমধ্যে পোল্যান্ড থেকে ৩৩ লাখ টিকা পাওয়া গেছে জানিয়ে মন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে এই টিকা পাঠিয়েছে দেশটি।

ঢাকায় পোল্যান্ডের রাষ্ট্রদূত বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আনুষ্ঠানিকভাবে টিকার চালান হস্তান্তর করেন।

প্রথম ব্যাচে ১০ লাখ ২৭ হাজার ২৯০ ডোজ ভ্যাকসিন এসেছে। ১১ নভেম্বর দ্বিতীয় ব্যাচে নয় লাখ ২০ হাজার ৭৯০ ডোজ ও বাকি টিকা তৃতীয় চালানে ১৪ নভেম্বর ঢাকায় এসে পৌঁছবে।

পোল্যান্ডের রাষ্ট্রদূত অধ্যাপক অ্যাডাম বুরাকোস্কি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া এবং রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম, সচিব, এমএইউ ও ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের কাছে টোকেন উপহার তুলে দেন।

এ সময় পোল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, বন্ধুত্বের নিদর্শন হিসেবে পোল্যান্ড সরকার কোভিড ভ্যাকসিনগুলো বাংলাদেশ সরকারকে উপহার দিয়েছে।

এ বিভাগের আরো খবর