মোবাইল অপারেটর বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলার আবেদন করেছেন বাংলা ব্যান্ডের ‘গুরু’ মাহফুজ আনাম জেমস।
ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মামলার আবেদনটি করেন তিনি।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, ‘বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করেছেন জেমস। এখনও কোনো আদেশ হয়নি।’
এর আগে ১৯ সেপ্টেম্বর বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আরজি নিয়ে একই আদালতে গিয়েছিলেন জেমস। আদালত তার মামলার আবেদন গ্রহণ না করে গুলশান থানায় মামলা করার নির্দেশ দিয়েছিল।
জেমসের অভিযোগ, তার বিভিন্ন জনপ্রিয় গান বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে অনুমতি ছাড়াই ব্যবহার করেছে বাংলালিংক।