লক্ষ্মীপুরের কমলনগরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকেন্দ্রিক সহিংসতার উদ্দেশ্যে অস্ত্র নিয়ে মহড়ার অভিযোগে যুবলীগ নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ।
কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাঝিবাড়ির সামনে থেকে মঙ্গলবার রাত দেড়টার দিকে স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশে দেয়।
আটক দুজন হলেন চরলরেন্স ইউনিয়ন যুবলীগের সদস্য মাইনুল ইসলাম প্রদীপ ও তার চাচাতো ভাই নাদিম মাহমুদ।
তাদের পরিবারের দাবি, প্রদীপ ও নাদিমকে পরিকল্পিতভাবে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে।
পুলিশ জানায়, রাত দেড়টার দিকে প্রদীপ পিস্তল নিয়ে এলাকায় মহড়া দিচ্ছিলেন। সে সময় নাদিম তার সঙ্গে ছিলেন। স্থানীয়রা তাদের আটক করে মারধর করেন। পরে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
নাদিমের বাবা হুমায়ুন কবির জানান, প্রদীপ ও নাদিম চা খাওয়ার জন্য বাড়ির পাশের দোকানে যান। সে সময় জেলা পরিষদের সদস্য গিয়াস মোল্লার নেতৃত্বে কয়েকজন যুবক তাদের হাতে অস্ত্র ধরিয়ে দিয়ে মারধর করেন। এরপর পুলিশ ডেকে ধরিয়ে দেন।
গিয়াস বলেন, ‘নির্বাচনে সহিংসতা চালানোর জন্য প্রদীপ অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিলেন। স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছেন। এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই।’
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জানান, অস্ত্রসহ ওই দুজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ওই দুজনের নামে মামলা হবে।