রাজধানীর উত্তর বাড্ডা বড় মসজিদ গলি এলাকার একটি বাসা থেকে তানিয়া আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনাকে আত্মহত্যা বলছেন ওই নারীর স্বামী।
তানিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী আরিফুর রহমান আরিফ বলেন, ‘ছোট খাটো বিষয় নিয়ে আমার সঙ্গে ঝগড়া লেগেই থাকত আমার স্ত্রীর। আজ রাতে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয়। পরে অভিমান করে নিজ রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়।
‘কিছুক্ষণ পর দরজায় গিয়ে ডাকাডাকি করলে দরজা না খুললে, দরজায় শক্তি দিয়ে ধাক্কা মারি। তখন দরজা খুলে যায়। ভেতরে গিয়ে দেখি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে রয়েছে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
বরিশালের বাকেরগঞ্জের বাসিন্দা আরিফুর স্ত্রীকে পরিবারের সঙ্গে উত্তর বাড্ডা বড় টেক মসজিদের গলি থাকতেন। চাকরি করেন একটি ইন্টারনেট কোম্পানিতে।
তিনি জানান, তার স্ত্রীর বাড়ি পটুয়াখালী। তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তানিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।